প্রতিষ্ঠানের ইতিহাস
রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভার ৯ নং ওয়ার্ড এর ঠাকুরদাশ মৌজায় অবস্থিত বাংলাবাজার উচ্চ বিদ্যালয়, এ অঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে, যার মূল উদ্দেশ্য ছিল অত্র এলাকার গরীব মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিয়ে সুশিক্ষা প্রদান করা এবং নতুন প্রজন্মকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয়টির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জ্বনাব মোঃ নূরুল ইসলাম মাস্টার, অধ্যাপক মোঃ মজিবুর রহমান, জ্বনাব হোসেন আলী মেম্বার ও প্রধান শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম সহ আরো কয়েকজন শিক্ষানুরাগী ব্যাক্তি।
তাদের প্রচেষ্টার ফলস্বরূপ ১৯৯৫ সালে এটি ‘বাংলাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে আত্মপ্রকাশ করে।
পরে, সরকারি মঞ্জুরি পাওয়ার পর অত্র এলাকার সকল মানুষের সার্বিক স্বার্থ বিবেচনায় রেখে বিদ্যালয়ের নামকরণ করা হয় ‘বাংলাবাজার উচ্চ বিদ্যালয়’। ২০০১ সালে প্রথমবারের মতো এই বিদ্যালয়টি এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং তার পরবর্তী বছরগুলোতে বিদ্যালয়টির কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুভাবে অব্যাহত রয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য জমি দিয়ে বিশেষ অবদান রেখেছেনঃ
১.জনাব আলহাজ্ব শহিদার রহমান
২. জনাব ডাঃ মজিবর রহমান
৩.জনাব মোঃ ইলিয়াস আলী সরকার।
আজও এই বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।